মাতারবাড়িতে যৌথ বাহিনীর অভিযানে ১৫ টন চোরাই মাল উদ্ধার ও ১ টি ডাম্পার জব্দ

 


//যৌথ বাহিনীর অভিযানে ১৫ টন চোরাই মাল উদ্ধার
//দক্ষিণ রাজঘাট এলাকায় অভিযান, চোর সন্দেহে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ
//প্রকল্প এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের

কক্সবাজার অফিসঃ
মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্পের সরঞ্জাম চুরির অভিযোগে নৌবাহিনীর অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাই মাল বোঝাই একটি ডাম্পার জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) নৌবাহিনী মাতারবাড়ীর দক্ষিণ রাজঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ডাম্পার ভর্তি প্রায় ১৫ টন চোরাই সরঞ্জামসহ আটক জব্দ ্করা হয়। 
চোর সন্দেহে  মহেশখালী উপজেলাধীন মাতারবাড়ি রাজঘাটের মোঃ আলী আকবরের পুত্র শানিককে আটক করে এবং পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়।  এবং আটককৃত ডাম্পার গাড়ির নং চট্টমেট্রো ৭০৪৩

স্থানীয়রা জানান, নৌবাহিনীর অভিযানের পর মাতারবাড়ী এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড আগের চেয়ে কিছুটা কমে এসেছে। তারা আরও জানান, গত ৫ আগস্টের আগে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প থেকে প্রায় প্রতিদিনই সরঞ্জাম চুরির ঘটনা ঘটত, যা নৌবাহিনীর তৎপরতার পর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রকল্প এলাকায় প্রতিনিয়ত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পটি দেশের অন্যতম বৃহৎ একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই প্রকল্পের সরঞ্জাম চুরি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
আটককৃত গাড়ির মালিক ও সংশ্লিষ্ট চোর সিন্ডিকেটের ব্যক্তি সহ গ্রেপ্তারকৃত ব্যক্তি বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ