কক্সবাজার অফিসঃ
ঈদগাঁও থানা পুলিশ গত ২৪ এপ্রিল গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারভুক্ত ২ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত নিয়মিত মামলার আসামিরা হলেন নাইক্ষ্যংদিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর সন্তান
রমজান আলী ও রমজান আলীর সন্তান খোরশেদ আলম । এছাড়া, পরোয়ানাভুক্ত আসামিরা হলেন পশ্চিম ভাদিতলার ছগির আহমদের পুত্র জাগির হোছন ও মোঃ কামাল এবং মধ্যম পোকখালীর ছৈয়দ হোসাইনের পুত্র মোহাম্মদ ওবাইদুল্লাহ, হারুন উর রশিদ ও মোহাম্মদ এরশাদ উল্লাহ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি মশিউর রহমান জানায়, গ্রেপ্তারকৃত সাত আসামিকে আজ শুক্রবার যথাযথ পুলিশ প্রহরায় কক্সবাজারের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
0 মন্তব্যসমূহ