বিএনপি নেতাকে হাতুড়িপেটা, জামায়াত নেতা ২ দিনের রিমান্ডে

 




বিএনপি নেতাকে হাতুড়িপেটা, জামায়াত নেতা ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধিঃ 

  • উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর নৃশংস হামলা, মূল রহস্য উদঘাটনে পুলিশ তৎপর
  • হামলাকারীদের শনাক্তকরণ, অস্ত্র ও বিস্ফোরকের উৎস জানতে রিমান্ড আবেদন
  • আহত বিএনপি নেতা ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন, অবস্থা গুরুতর

 সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর নৃশংস হামলার ঘটনায় গ্রেপ্তার উল্লাপাড়া পৌর জামায়াতের প্রচার সম্পাদক হাফিজুর রহমানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মো. নাসির উদ্দিন জানান, বিএনপি নেতার ওপর হামলাকারীদের শনাক্তকরণ এবং হামলায় ব্যবহৃত অস্ত্র, বিস্ফোরক ও বিস্ফোরকদ্রব্য পদার্থের উৎস উদঘাটনের জন্য জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এই কারণেই পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন মাহমুদ বলেন, হামলার সাথে কারা জড়িত এবং হামলায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও বিস্ফোরক জাতীয় পদার্থ কীভাবে আনা হয়েছে, তা বের করা প্রয়োজন। এই তথ্যগুলো জানার জন্যই জামায়াত নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

হামলায় গুরুতর আহত বিএনপি নেতা আজাদ হোসেন বর্তমানে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব।

উল্লেখ্য, ১৮ এপ্রিল রাতে উল্লাপাড়া উপজেলার সলপ এলাকা থেকে জামায়াত নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এই হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ এই ঘটনার মূল রহস্য উদঘাটনে তৎপর রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ