কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের 'জলকেলি উৎসবে' পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন গ্র্যাজুয়েট প্রেস ক্লাব,কক্সবাজার। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব এরফান হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের 'জলকেলি উৎসবে' পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে কিছু যুবক। এসময় আহত হয়েছে ৫ সাংবাদিক। খোয়া গেছে মোবাইলসহ মাইক্রোফোন সামগ্রী। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের বৌদ্ধমন্দির সড়কের পাশে কেয়াং পাড়া কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সংবাদকর্মীরা। এসময় ওই যুবকরা সংবাদ কাভার করা যাবে না এমন অজুহাতে অতর্কিত অবস্থায় হামলা শুরু করে।
হামলার বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী ও জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনকে অবগত করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা না হলে 'জলকেলি উৎসবের সকল ধরণের অনুষ্ঠান বর্জন করার পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ