টেকনাফে ডাকাতের আস্তানায় যৌথ অভিযান, অস্ত্র-গুলিসহ বিপুল অর্থ জব্দ
//হারুন ডাকাতের বাড়ি থেকে উদ্ধার অস্ত্র ও নগদ ৩০ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক (আরবিএন):
টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালি নামক স্থানে হারুন ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও নগদ অর্থ জব্দ করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ দল।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে পরিচালিত এই অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড তাজা গুলি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, ৩০ লক্ষাধিক নগদ টাকা, স্বর্ণালংকার, একাধিক চেকবই ও ২০টি সিমকার্ড উদ্ধার করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে হারুন ডাকাতের বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ও অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে এবং নগদ টাকা ও স্বর্ণ টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নৌবাহিনী সূত্রে জানা যায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এই অভিযান তারই ধারাবাহিকতা।
স্থানীয় সূত্রে জানা যায়, হারুন ডাকাত দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তার আস্তানায় এত বিপুল পরিমাণ অস্ত্র ও অর্থ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই অভিযানকে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ