পর্যটক কিশোরীকে উত্যক্ত, রুখে দাঁড়ানো ভাইকে পিটিয়ে হাত ভাঙল ঢাকার পর্যটকেরা, আটক ১

 



//সুগন্ধা সৈকতে ন্যক্কারজনক ঘটনা, ১৫ বছরের কিশোরীর সাথে অভব্য আচরণ
প্রতিবাদ করায় ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে হামলাকারী ও তার সঙ্গীরা
ঢাকা মিরপুরের বাসিন্দা আটক, পলাতকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ

এরফান হোছাইন,কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের সুগন্ধা সমুদ্র সৈকতে টাঙ্গাইল থেকে আগত এক ১৫ বছর বয়সী কিশোরীকে উত্যক্ত করার জেরে তার ভাইকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে একদল বখাটে।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২ টায় সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে পরিবারসহ কক্সবাজার ভ্রমণে আসা ওই কিশোরীকে সুগন্ধা পয়েন্টে কয়েকজন যুবক উত্ত্যক্ত করে। এ সময় কিশোরীর ভাই প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক ও তার সঙ্গীরা মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং একপর্যায়ে তার হাত ভেঙে দেয়। ঘটনার পরপরই ট্যুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মোঃ রিফাত ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করে। রিফাত ঢাকার মিরপুর-১ এলাকার বাসিন্দা জহিরুল ইসলামের পুত্র৷

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, উত্যক্তকারীর দলের একজনকে আটক করা হয়েছে এবং বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরও জানান, আহত কিশোরীর ভাই বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
পর্যটন নগরীতে এমন ঘটনা ফের একবার পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এর আগে বিভিন্ন সময়ে সৈকতে নারী ও শিশু পর্যটকদের উত্যক্ত করার অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন, যাতে আগত পর্যটকরা নির্বিঘ্নে তাদের ছুটি উপভোগ করতে পারেন। পুলিশ জানিয়েছে, তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং এ ধরনের ঘটনা কঠোরভাবে দমন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ