এরফান হোছাইনঃ
ঈদগাঁও থানার ইসলামপুর ইউনিয়নের পূর্ব বামনকাটা গ্রামে গভীর রাতে এক বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর ভেঙে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে আব্দুল হকের মুদির দোকানের ভেতর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ১১ জন ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নুরুল আজিম (২৪), নুরুল আবছার (২৯), রবিউল (২৩), মনির (৩০), আনোয়ার হোসেন (২৫), মোঃ রাসেল (২০), মোঃ রফিক (২১), আব্দুল হাকিম (৪০), সকলেই পূর্ব বামনকাটা এলাকার বাসিন্দা। এছাড়াও আউলিয়া গ্রামের মোঃ জাবেদ (২৮), হাজি পাড়ার মোঃ শাফি (৩৬) এবং ভিলেজারপাড়ার আবুল হোসেন (৫০) কেও গ্রেপ্তার করা হয়েছে।
ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান জানায়, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাদের কক্সবাজারের আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এলাকায় অবৈধ জুয়া খেলার বিরুদ্ধে পুলিশের আরও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন। ঈদগাঁও থানা কর্তৃপক্ষ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যকলাপ নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্যসমূহ