সাবেক এমপি আশেক ও মেয়র মকসুদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

 



//অস্ত্র সরবরাহ, লুটপাট, ইয়াবা কারবার সহ একাধিক অভিযোগ
//স্ত্রীরাও নিষেধাজ্ঞার আওতায়, সম্পদ পাচারের আশঙ্কা
//অনুসন্ধান নির্বিঘ্ন করতে আদালতের জরুরি হস্তক্ষেপ

এরফান হোছাইন,বকক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এবং মহেশখালী পৌরসভার সাবেক মেয়র মাকসুদ মিয়াতাদের স্ত্রীদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব বুধবার (৯এপ্রিলএই আদেশ দেন

দুদকের আবেদনে এই প্রভাবশালী দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে গুরুতর সব অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আশেক উল্লাহ রফিক ও মাকসুদ মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অস্ত্র সরবরাহ, বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক লুটপাট, হোটেল দখল, টেন্ডারবাজি এবং মাদক ব্যবসা বিশেষ করে মদের বার ও ইয়াবা ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন।
দুদক আশঙ্কা প্রকাশ করেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা তাদের জ্ঞাত আয়বহির্ভূত অর্থ ও অন্যান্য অস্থাবর সম্পদসহ আত্মগোপনে রয়েছেন এবং গুরুত্বপূর্ণ আলামত সরিয়ে ফেলা বা অবৈধ অর্থসহ যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। এমতাবস্থায়, তাদের বিদেশ গমন রোধ করা না গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই কারণেই অনুসন্ধান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করার দুদকের আবেদন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন সাম্প্রতিক সময়ে বেশ কঠোর অবস্থানে রয়েছে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। এই নিষেধাজ্ঞার ঘটনা দুদকের সেই কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবেক এই এমপি ও মেয়রের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির ফলে তাদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানে নতুন গতি পাবে বলে আশা করা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ