কক্সবাজার প্রতিনিধিঃ
সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা ও মানহানিকর সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার।
সোমবার (১ মার্চ) কক্সবাজারের ডায়মন্ড প্যালেসের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি 'ভয়েস ওয়ার্ল্ড ২৪' নামক একটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর সংবাদ পরিবেশন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভা আহ্বান করা হয় এবং প্রকৃত তথ্য দেশবাসীকে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সিকদার জানান, ২০০৫ সালে হোটেল হানিমুন রিসোর্টে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সৃষ্ট বিবাদ নিষ্পত্তির জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তাকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কমিটির মাধ্যমে উভয়পক্ষের সম্মতিক্রমে মরহুম প্রফেসর মোস্তাফিজুর রহমানকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে অ্যাডভোকেট সলিম উল্লাহ ও অ্যাডভোকেট নুরুল ইসলাম একটি আপোষনামা দাখিল করেন।
অনেক বছর পর পুনরায় বিরোধ সৃষ্টি হলে, ২২ নভেম্বর,২০২৪ সালে রাত ৩/৪টার দিকে সমিতির সহ-সভাপতি সরওয়ার কামাল তাকে জানান, দুর্বৃত্তরা হোটেলে হামলা ও ভাঙচুর চালাচ্ছে। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে অবহিত করে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং একটি চুক্তিনামা সম্পাদন করেন। পরবর্তীতে উভয়পক্ষ মামলা করলে তিনি সমিতির কার্যক্রম স্থগিত রাখেন।
কাসেম অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠান ও পারিবারিক বিরোধ নিষ্পত্তির চেষ্টা সত্ত্বেও 'ভয়েস ওয়ার্ল্ড ২৪' নামক অনলাইন পোর্টালে আপত্তিকর সংবাদ পরিবেশন করা হয়। সংবাদে সরওয়ার হোসেনের সাক্ষাৎকার সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মানহানিকর ছিল। তিনি ২০০৫ সালের ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে তার পরিবারের ধ্বংসের জন্য সিকদারকে দায়ী করেন। সিকদার এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, তিনি একজন নিষ্ঠাবান পর্যটন ব্যবসায়ী। ব্যবসায়ীদের অর্পিত দায়িত্ব পালন ও পর্যটন শিল্প উন্নয়ন ছাড়া অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি আরও বলেন, অতীতে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন এবং এখনও তিনি কোন রাজনৈতিক আন্দোলনের পদ-পদবীতে নেই৷
পর্যটন বিকাশের স্বার্থে তিনি সবসময় প্রশাসন ও নেতৃত্বের সঙ্গে থেকে কাজ করেছেন। এই ঘটনার সব নথি তার কাছে সংরক্ষিত আছে।
0 মন্তব্যসমূহ