পর্যটন নগরীতে ত্রাস: চার দুর্ধর্ষ ছিনতাইকারী জালে ট্যুরিস্ট পুলিশের




//কক্সবাজারে ছিনতাই চক্রের মূলহোতাসহ চারজন আটক
//পর্যটকদের রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এবং ছিনতাইকারী মুক্ত কক্সবাজার গড়ার অঙ্গীকারবদ্ধ ট্যুরিস্ট পুলিশ - অতিরিক্ত ডিআইজি মাহমুদ

কক্সবাজার শহরের পর্যটন এলাকায় সক্রিয় চার ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ

গত ৫ ও ৬ মার্চ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ৬ মার্চ সংশ্লিষ্ট থানায় ডাকাতি ও ছিনতাই মামলায় সদর থানায় হস্তান্তর করা হয়৷

আটককৃতরা হলেন- ইসুলের ঘোনা এলাকার রবিউল হাসান (২১), দক্ষিণ ঘোনার পাড়ার ওসমান গণি (১৯), লিংক রোড মুহুরী পাড়ার সাইফুল ইসলাম (২১) এবং লাইট হাউজ পাড়ার মাহমুদ ইসলাম
রবিউল খুরশকুল এলাকার জমির হোসেনের ছেলে এবং ওসমান দক্ষিণ ঘোনার পাড়ার নাসির সওদাগরের ছেলে
সাইফুল গ্রুপের প্রধান সাইফুল ভিড়িও স্বীকারোক্তিতে গণমাধ্যমকে বলে সে একাই নিজেই ২০/৩০ টি ছিনতাই করে। 
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে পর্যটন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, "কক্সবাজারের পর্যটন জোনে বেশ কিছুদিন ধরে যেসব ছিনতাইকারীরা দাপিয়ে বেড়াচ্ছিলো, তাদের গ্রেফতার করতে সবকটি সিসিটিভি ক্যামেরা মেরামত করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের টিম কাজ করে যাচ্ছে। পর্যটন জোনে যেসব ছিনতাইকারীরা পর্যটকদের টার্গেট করে ছিনতাই করে, তারা যেখানেই থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকারীমুক্ত কক্সবাজার পর্যটন নগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।"

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে পর্যটন এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে পর্যটকদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ