নিজস্ব প্রতিবেদক:
৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৫২০ জন জ্ঞাত এবং ২৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বৈষম্য বিরোধী আন্দোলন এর ছাত্র নেতা এনামুল হক বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতারা জানান, ৪ আগস্টের ঘটনায় তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই মামলা দায়ের করেছেন। তারা আশা করেন, পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, পুলিশ মামলাটি গুরুত্বের সাথে নিয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, ৪ আগস্ট কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় এর আগেও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।
0 মন্তব্যসমূহ