‘আঁর হতা হইবাল্লাই ন আইয়ি, অনারাত্তুন জাইনত আইসসিদে’ -কক্সবাজারে ড. ইউনূস

 


এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আঁর হতা হইবাল্লাই ন আইয়ি, অনারাত্তুন জাইনত আইসসিদে।’ অর্থাৎ, আমি কথা বলতে আসিনি, আপনাদের কাছ থেকে শিখতে এসেছি।


শুক্রবার (১৪ মার্চ) বিকেলে জেলা প্রশাসন আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এর আগে দুপুরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে কক্সবাজারে পৌঁছান তিনি।


বিকাল ৫টার দিকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ