মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতা সাইফুল ইসলাম বিজয়ের পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৯ মার্চ সন্ধ্যা ৬টার দিকে জেএম ঘাট এলাকায় এই পোস্টারগুলো লাগানো হয়।
স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, পোস্টার লাগানোর সময় সাগর (রশিদের পুত্র), জাহাঙ্গীর (আমির হোসেনের পুত্র) এবং রাশেদ (বজল আহমদের পুত্র) সহ বেশ কয়েকজন ছাত্রলীগকে প্রকাশ্যে দেখা গেছে। তারা সবাই ২নং ওয়ার্ডের জেএম ঘাট এলাকার বাসিন্দা। এই ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হওয়া সত্ত্বেও এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা সবাই আওয়ামী লীগ পরিবারের সদস্য। এলাকাবাসীর অভিযোগ, মহেশখালী উপজেলা প্রশাসনের দুর্বল নজরদারির কারণে তারা এই ধরনের কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে। মহেশখালীতে এখনও আওয়ামী লীগের প্রভাব বজায় রয়েছে এবং তারা প্রশাসনের সাথে যোগসাজশে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, এই ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে তারা সরকারবিরোধী অপপ্রচার ও গোপন হামলা চালাতে পারে। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের বাড়ি শাপলাপুরের ৯নং ওয়ার্ডের কায়দাবাদ এলাকায়। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে।
0 মন্তব্যসমূহ