মহেশখালী ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসন নিরব

 


কক্সবাজার অফিস:
কক্সবাজার-মহেশখালী নৌরুটে স্পীড বোটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ৯৫ টাকার পরিবর্তে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
রবিবার (৩০ মার্চ) যাত্রী আসিফ অভিযোগ করেন, আতাউল্লাহ সিন্ডিকেটের এক স্পীড বোট ড্রাইভার তার কাছ থেকে ১৫০ টাকা ভাড়া আদায় করেন। প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি।
খোজঁ নিয়ে  জানা যায়,  উক্ত ড্রাইভারের নাম মুহিব,  তার স্পীড বোট নাম্বার ২৯ এবং অত্যন্ত বেয়াদব ড্রাইভার নামে পরিচিত।
এর আগেও আ'লীগ নেতা মেয়র মকসুদ মিয়ার ঘনিষ্ঠজন ও মেয়রের ক্ষমতা কাটিয়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া সহ নানা হয়রানি করেছে। ৫ আগষ্টের পরে মেয়র মকসুদের ছোট ভাই জেলা বিএনপি নেতা আতা উল্লাহ বোখারীর মালিক সমিতির অনুসারী। এখন বিএনপির আতাউল্লাহর ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে যাত্রী হয়রানি করে আসছে বলে অভিযোগ অনেকের।

স্থানীয় ভুক্তভোগীদের মতে, এই রুটে নিয়মিত ১০ জনের বেশি যাত্রী বহন করা হচ্ছে, যা নিয়ম বহির্ভূত। ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, প্রশাসনও এই বিষয়ে অসহায়। অভিযান চালালে চালকরা বোট চলাচল বন্ধ করে দেয়।
ছবিতে দেখা যাওয়া বোটটি কক্সবাজার থেকে মহেশখালী যাচ্ছিল এবং ১৩ জন যাত্রীর কাছ থেকে জনপ্রতি ১৫০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছিল। বোট মালিক ও চালক সমিতির সভাপতি আতাউল্লাহর লোকজন এই কাজ করছে বলে অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, ক্ষমতাসীন সভাপতি থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কক্সবাজার স্পীড বোট মালিক দিদারুল ইসলাম জানান, তিনি বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন ও সংগঠন প্রধানকে অবহিত করবেন। বোট মালিক ও চালক সমিতির সভাপতি আতাউল্লাহ বোখারীর সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ