কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে ২টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার



কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অভিযান পরিচালনা করছে।

গত ৬ মার্চ এরই ধারাবাহিকতায় অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।  অভিযানে ০২ টি আগ্নেয়াস্ত্র  ও ০৬ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। 


গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ( ০৬-০৩-২৫) সন্ধ্যা ৭ টা ৩০  ঘটিকায় কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড, মনোহারকালী এলাকায় অবৈধ অস্ত্র বহনের সংবাদ পাওয়া যায়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে নৌবাহিনী উক্ত এলাকায় অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায় নি। তবে উক্ত এলাকায় তল্লাশী করে ০১ টি এক নলা বন্ধুক, ০১ টি শটগান ও ০৬ রাউন্ড তাজা গোলা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক ও অস্ত্রসহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ