সাংবাদিকের নামে মিথ্যা মামলা: মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের নিন্দা

সাংবাদিক এরফান হোছাইনের নামে মিথ্যা মামলা: মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের নিন্দা


নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলাধীন মহেশখালীর বাবু দিঘীর পাড় এলাকায় জুলাই-আগস্টের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা বিতর্কিত মামলায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক এরফান হোছাইন এর নাম ষড়যন্ত্রমূলক অন্তর্ভুক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহেশখালী উপজেলা প্রেস ক্লাব কক্সবাজার।

সংগঠনের প্যাডে প্রেস ক্লাবের সভাপতি জে এইচ এম ইউনুস ও সাধারণ সম্পাদক আ ন ম হাসান এক বিবৃতিতে বলেন, "গণহারে বাণিজ্যের উদ্দেশ্যে মিথ্যা মামলা জুলাই-আগস্টের বিপ্লবকে নস্যাৎ করার পরিকল্পনার সামিল। বাণিজ্যের উদ্দেশ্যে দায়ের করা মামলায় আসল আসামিরা আড়াল হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি।"



এতে তারা আরও বলেন, "ফ্যাসিস্ট ও স্বৈরাচারের মদদে যে বা যারা এহেন মিথ্যা মামলা দায়ের করে পেশাদার সাংবাদিকদের হয়রানি করছে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এবং ভবিষ্যতে মহেশখালী থানা প্রশাসন যাচাই-বাছাই না সাংবাদিক এরফানের মতো কোন নিরীহ সাংবাদিককে আসামী না করার জন্যে কর্মকর্তাদের আরও পেশাদারিত্ব আচরণের দৃষ্টি-আকর্ষণ করেন। "
তাদের দাবি, ঘটনার সময় কক্সবাজার শহরে অবস্থান করছিলো সাংবাদিক এরফান। কিন্তু একটি কুচক্রী মহল  ভুল তথ্য দিয়ে বাদীকে নিরীহ ব্যক্তি সাংবাদিক এরফানকে মামলায় ফাসাঁনো হয় যা অত্যন্ত দুঃখজনক।

মহেশখালী উপজেলা প্রেস ক্লাব আরও মনে করে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি এবং এর মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিক এরফানকে উক্ত মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য দ্রুত প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ