রোহিঙ্গা শিবিরে শিশুদের সাথে গুতেরেস, প্রত্যাবাসনের আশায় রোহিঙ্গারা

 



এরফান হোছাইন:
বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন।
আজ শুক্রবার (১৪ মার্চ) দুপুরে তিনি ইউনিসেফ পরিচালিত ফেন্সি লার্নিং সেন্টারে রোহিঙ্গা শিক্ষার্থীদের, সাথে কথা বলেন।
দুপুর একটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে পৌঁছান। এরপর গুতেরেস সরাসরি উখিয়ায় যান এবং ইউনিসেফ পরিচালিত ফেন্সি লার্নিং সেন্টারে অধ্যায়নরত রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
এছাড়া, তিনি রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। সন্ধ্যায় প্রায় এক লাখ রোহিঙ্গার অংশগ্রহণে ইফতার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সাথে অংশ নেন।
রোহিঙ্গারা মনে করেন, গুতেরেসের এই সফর তাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ। তারা বিশ্বনেতার কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে চান এবং দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করার দাবি জানান।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতরেস ২০১৮ সালে সর্বশেষ রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। তবে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের এটি প্রথম সফর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ