আ'লীগ-বিএনপি'র নের্তৃত্বে বেড়িবাঁধ সংলগ্ন বালুচর নিধন, হুমকির মুখে স্থানীয়রা

 


মহেশখালীতে আ'লীগ-বিএনপির নের্তৃত্বে বেড়িবাঁধ সংলগ্ন বালুচর নিধন, হুমকির মুখে ৩০ হাজার মানুষের বসতি

নিজস্ব প্রতিবেদক ( মহেশখালী):
মহেশখালীর ধলঘাটা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু ও মাটি কাটার অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের অভিযোগ, বিএনপি নেতা ছরওয়ার আলম শাহীন, সাজ্জাদ, মেম্বার জমির,  ধলঘাটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাদুল, কন্ট্রাক্টর মিঠু এবং আওয়ামী লীগ নেতা বশির সহ কয়েকজনের নেতৃত্বে এই বালুচর নিধন চলছে। এভাবে চলতে থাকলে আগামী বর্ষা মৌসুমে প্রায় ৩০ হাজার মানুষের বসতি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ও সচেতন মহল।


২৮ মার্চ (শনিবার) সরজমিনে গিয়ে দেখা যায়, উক্ত সিন্ডিকেট স্থানীয় মানুষদের হুমকি মুখে ফেলে চর থেকে অবৈধ বালি উত্তোলন করছে।  এতে চর সহ পাশের বেডিবাধঁও আগামি বর্ষায় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়দের। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী এই চক্রটি দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের আশপাশের বালুচর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছে। এর ফলে বেড়িবাঁধ দুর্বল হয়ে পড়ছে এবং বর্ষা মৌসুমে জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেও কোনো লাভ হয়নি।




স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর মতে, এভাবে বালু ও মাটি কাটার ফলে শুধু বসতিই নয়, পুরো এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তারা অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা মনে করেন,এর আগেও মহেশখালী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা সুনজর দেয়নি, এর আগেও বেড়িবাঁধ কাটার বিষয়টি তাদের নজরে দিলেও আইনানুগ ব্যবস্থা নেয়নি। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে আবারও সেই সিন্ডিকেট রাস্তা সংলগ্ন চর নিধন করতে সাহস পেতো না বলে দাবি সচেতন মহলের ।

স্থানীয় বাসিন্দারা জানান, অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ না হলে, তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ