মহেশখালীতে প্রয়াত সাংবাদিকদের স্মরণে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 






নিজস্ব প্রতিবেদকঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ কার্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জেএইচএম ইউনুসের সভাপতিত্বে এবং দৈনিক জনকণ্ঠের মহেশখালী প্রতিনিধি ফারুক ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে, মহেশখালী দ্বীপের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া, অসুস্থ সাংবাদিকদের আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও খতমে কোরআনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মহেশখালীর সাংবাদিকতার বিকাশে প্রয়াত সাংবাদিকদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ডা. সোলতান উদ্দিন, শফিক উল্লাহ খান, আহাম্মদ হোছাইন ও সাজ্জাদ জহিরের মতো সাংবাদিকরা মহেশখালীর সাংবাদিকতায় যে পথ তৈরি করে গেছেন, তা বর্তমান প্রজন্মের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেন বক্তারা।






প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম শাহীন বলেন, “১৯৭০-এর দশকে ডা. সোলতান উদ্দিন ও শফিক উল্লাহ খান সাংবাদিকতা শুরু করেন। ১৯৮০-এর দশকে আহাম্মদ হোছাইন এবং ১৯৯০-এর দশকে সাজ্জাদ জহির (এম.এ) মহেশখালীতে সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেন। তাঁদের পথ অনুসরণ করেই বর্তমান প্রজন্ম এগিয়ে যাচ্ছে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়ত উল্লাহ। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। তাঁদের নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজকে আলোকিত করে। মহেশখালীর প্রয়াত সাংবাদিকদের অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড. নুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ, উপজেলা ভূমি কর্মকর্তা দীপক ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন, কক্সবাজার গ্র‍্যাজুয়েট প্রেস ক্লাবের সদস্য সচিব ও  উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান হোছাইন, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সিরাজ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহেশখালী উপজেলা সদস্য সচিব মাওলানা সোলাইমান, সিনিয়র সাংবাদিক আব্দুস ছালাম কাকলী, সিনিয়র সাংবাদিক আমিনুল হক, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম হোবাইব সজীব প্রমুখ। 
অনুষ্ঠানে মহেশখালীতে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ