কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের কুতুবদিয়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোরবার (৯ মার্চ) দুপুরে কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজার মনিটরিং এর উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করেন কুতুবদিয়ার এসিল্যান্ড শাহাদাত হোসাইন।
এ-সময় গরুর মাংসের ২ টি দোকানকে ওজনে কম দেওয়ায় অর্থদন্ড প্রদান করা হয়।
তিনি জানান, সরেজমিনে গিয়ে দেখা যায়, গরুর মাংস ব্যবসায়ী নুরুল আলম(৪২) কে প্রতি কেজিতে ২০ গ্রাম,পাশের ব্যবসায়ী প্রতি কেজিতে ১০ গ্রাম কম দিচ্ছেন পবিত্র রমজান মাসে যা অনভিপ্রেত।
অপরাধ স্বীকার করায় ঘটনাস্থলেই এসময় ভ্রাম্যমাণ আদালত ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারায় ১৫০০ টাকা ও ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান এবং অপর তরমুজের দোকানিকে ৫০০ টাকাসহ
মোট ৩ টি মামলায় ৩০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কুতুবদিয়া থানা পুলিশের উপ পরিদর্শক হাসমতসহ পুলিশের একটি টিম সহায়তা করেন।
0 মন্তব্যসমূহ