নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক এনামের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
রবিবার (২৩ মার্চ) বিকেলে টেকনাফ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা এনামুল হক এনামকে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিএনপি নেতা সিদ্দিক আহমদের দুই হাত কেটে হত্যাচেষ্টার প্রধান অভিযুক্ত, ফুটবলার জুবায়ের হত্যা মামলার আসামি, টমটমচালক ফয়েজ হত্যা মামলার আসামি এবং মোট ৩৯টি মামলার আসামি হিসেবে উল্লেখ করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩৯ মামলার আসামি এনামুল হক এনামকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হত্যা, অস্ত্র, মারামারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলায় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে টেকনাফ ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় ৩৯টি মামলা রয়েছে, যার মধ্যে ১০টি হত্যা, অস্ত্র ও সহিংসতার মামলা।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা সিদ্দিক আহমদ, নিহত ফুটবলার জুবায়েরের মা মাবিয়া খাতুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা রবিউল আলম, ইয়াসমিন আক্তার, স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ আলম, নিহত জুবায়েরের চাচা শামসুল আলমসহ প্রায় ১৫০ জন অংশ নেন।
বক্তারা এনামুল হক এনাম ও তার প্রধান সহযোগী আফসারসহ অন্যান্য সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আদালতের কাছে এনামের জামিন বাতিল করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তারা আরও বলেন, এনাম জামিনে মুক্তি পেলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন। এনামের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অন্তত ৫০টি পরিবার এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলেও অভিযোগ করা হয়।
এনামুল হক এনাম গ্রেপ্তার হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।
0 মন্তব্যসমূহ