হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আইনজীবী কল্যাণ সংসদ কক্সবাজার এর সম্মেলন অনুষ্ঠিত



সভাপতি এড. মৃণাল, সাধারণ সম্পাদক এড. রবীন্দ্র


নিজস্ব প্রতিবেদক  :


একতা, শক্তি ও উন্নতি এই তিন মূলমন্ত্র নিয়ে  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আইনজীবী কল্যাণ সংসদ কক্সবাজার এর ১ম সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত  হয়েছে। 



গত শনিবার (২২ মার্চ) সকালে কক্সবাজার শহরের প্রধান সড়কস্থ ব্রাহ্ম মন্দিরের বিভূতি ভূষন সেন মিলনায়তনে এ  সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। 



সভায় উপস্থিত সকল সিনিয়র ও জুনিয়র আইনজীবীদের সম্মতিতে এড. মৃণাল কান্তি চক্রবর্তী'কে সভাপতি  এড. রবীন্দ্র দাশ রবি'কে সাধারণ সম্পাদক, এড.উজ্জ্বল দাশ'কে অর্থ সম্পাদক ও এড. বাপ্পী শর্মা'কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এর সিনিয়র আইনজীবী দিলীপ কুমার দাস।



হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আইনজীবী কল্যাণ সংসদ, কক্সবাজার এর আহ্বায়ক এড, মৃণাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে, সদস্য সচিব এড. রবীন্দ্র দাশ রবি'র সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালত এর সিনিয়র আইনজীবী শ্যামল কান্তি চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী সুনিল কুমার বড়ুয়া।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালত এর সিনিয়র আইনজীবী  নেপাল চন্দ্র পাল,  বাবুল কান্তি দাশ, সবুজ চন্দ্র দে,  প্রতিভা দাশসহ প্রমুখ। 



অনুষ্ঠান শুরুতে পবিত্র গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যে দিয়ে ১ম সাধারণ সভা ও সম্মেলনের শুভ সূচনা হয়।


এসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এড.বাপ্পী শর্মা।



অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এড. বিক্রম শাহা,এড. অনিল বড়ুয়া, এড. রতন বড়ুয়া, এড. স্বপন কান্তি দাশ,এড. অশোক আর্চায্য,এড. গৌতম দে জুয়েল, এড. পরেশ কান্তি দে,এড. কৌশিক দত্ত,এড. সম্যক দৃষ্টি বড়ুয়া বাবু,এড. আশিষ বড়ুয়া, এড. তিলক কর্মকার.এড অভিষেক দাশ।



এতে সিনিয়র আইনজীবীদের পরামর্শ ও আলোচনার মাধ্যমে আগামী ১৫ দিনের মধ্যেই ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হবে বলে জানান কর্মকর্তা'রা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ