রামু থেকে যুগ্মসচিব: সাফল্যের শিখরে কক্সবাজারের মুফিদুল আলম

 

মুফিদুল আলম

এরফান হোছাইনঃ

কক্সবাজারের রামু উপজেলার কৃতি সন্তান মুফিদুল আলম সরকারের উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকেসহ ১৯৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

২৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মুফিদুল আলম দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা গ্রামের বাসিন্দা। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে এইচএসসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে মুফিদুল আলম কিশোরগঞ্জ, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সন্দ্বীপ, চন্দনাইশ, আনোয়ারা, পানছড়ি, বাঘাইছড়ি ও বান্দরবানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন।

মুফিদুল আলম যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ার ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক মানবসম্পদ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

ব্যক্তিগত জীবনে মুফিদুল আলম ২০০৫ সালে কক্সবাজার পৌরসভার উত্তর তারাবুনিয়ার ছরার সাদিয়া আমিন রিপার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ার পর মুফিদুল আলম মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ