কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার ট্রাক, মিনি ট্রাক (পিক-আপ) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-১০৮৫) এর নির্বাচন গত ১২ মার্চ (বুধবার) আদালতের আদেশে স্থগিত হয়েছে।
আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী।
ভোটার তালিকা থেকে প্রায় পাঁচশ শ্রমিককে বাদ দেওয়ার অভিযোগে জসিম উদ্দিন ভুট্টোসহ কয়েকজন শ্রমিক আদালতে মামলা করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার আলোকে গঠিত নির্বাচন পরিচালনা উপ-কমিটি বেআইনি এবং সংগঠনের এখতিয়ার বহির্ভূত। জসিম উদ্দিন ভুট্টো জানান, প্রায় পাঁচশ শ্রমিককে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যা সরাসরি সাংগঠনিক গঠনতন্ত্র পরিপন্থী।
মামলার বাদী জসিম উদ্দিন ভুট্টো আরও জানান, গত ১৬ ফেব্রুয়ারি বিভাগীয় শ্রম অধিদপ্তর, চট্টগ্রামে একটি অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে সুষ্ঠু হালনাগাদের মাধ্যমে সকল ইউনিয়ন সদস্যের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।
আদালত সূত্র জানায়, জসিম উদ্দিন ভুট্টো বাদী হয়ে বিবাদী আবু সিদ্দিক, হাকিম আলী, রাজীব পাল খোকন, আব্দুল মালেক ও আল ফারুকের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রার্থনা করেন। গত ১০ মার্চ এই মামলা দায়ের করা হয়। একইদিনে সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী বিবাদীদের শোকজ করেন।
পরবর্তীতে, ১২ মার্চ জসিম উদ্দিন ভুট্টোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৫ মার্চের নির্বাচন স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেন।
0 মন্তব্যসমূহ