বাঁচতে চান অসহায় বাবার ৮ বছরের শিশু মুনতাহা

 

বাঁচতে চান অসহায় বাবার ৮ বছরের শিশু মুনতাহা

সহায়তার আহবানঃ

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী  সিদরাতুল মুনতাহা (৮) বাঁচতে চান। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না তার গরিব পিতা  আক্তার হোসাইন, তিনি কক্সবাজার জেলা,মহেশখালী  উপজেলার ধলঘাট ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শুতরিয়া গ্রামের বাসিন্দা। সিদরাতুল মুনতাহা চট্টগ্রাম  মেডিকেল কলেজ হাসপাতালে (নতুন ভবন ৫তলা ওয়ার্ড নং ৫১বেড নং ১৫) চিকিৎসাধীন আছেন । চিকিৎসক জানিয়েছেন, সে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। চিকিৎসক আরো জানিয়েছেন উন্নত চিকিৎসার করাতে পারলে বাচতে পারবে মুনতাহা। তার পরিবার জানিয়েছে, তার চিকিৎসায় ইতিমধ্যে  (বসত বিটা বিক্রয় করে পাওয়া ২লক্ষ টাকা দার দেনা করে ১ লক্ষ টাকা) প্রায় ৩ লাখ টাকা ব্যয় হয়েছে । আরও চিকিৎসা করাতে প্রায় ৮-১০ লাখ টাকার প্রয়োজন। তার গরিব পিতার পক্ষে এত টাকা সংগ্রহ করা সম্ভব নয়। সমাজে বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। সিদরাতুল মুনতাহার পিতা।  প্রতিবেশীরা জানান, প্রায় ৪ মাস আগে তার মরণব্যাধি  ক্যান্সার ধরা পড়ে। সে বিনয়ী, ভালো মেয়ে । হঠাৎ করে তার এমন রোগ ধরা পড়লো, যা সত্যিই দুঃখজনক। তার বাবা একজন কৃষক। তার বাবার সামর্থ্য নাই মুনতাহা  চিকিৎসা করার। সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।


সাহায্য পাঠাতে পারেন যেখানে:

বিকাশ +নগদ 01822240955

একাউন্ট নং 20507770206138950 

একাউন্ট নাম জসিম উদ্দিন 

শাখা :মহেশখালী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ