কক্সবাজার ব্যুরো অফিস:
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন পশ্চিম জুমছড়ির শামীম (১৯) এবং লাইট হাউজের সাইফুল (২৫)।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সিভিল টিম এসআই মনির ও এসআই সেকান্দর আলীর সহায়তায় তাদের আটক করা হয়। শামীমের বাবার নাম আব্দুস সবুর এবং সাইফুলের বাবার নাম সালামত উল্লাহ।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, এই দুই ছিনতাইকারী দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে পর্যটকদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
0 মন্তব্যসমূহ