কক্সবাজার অফিসঃ
মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী (পিপিএম) এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমদাদুল হক তাদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মানিত হয়েছেন।
গত বুধতিবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ তাদের হাতে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে এএসআই এমদাদুল হক উপস্থিত থাকতে পারলেও এসআই মহসিন চৌধুরী (পিপিএম) উপস্থিত থাকতে না পারায় ওনার পক্ষ থেকে মহেশখালী থানার ওসি কাইসার হামিদ উক্ত পুরুষ্কার গ্রহণ করেন।
কক্সবাজার জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ জানান, এসআই মহসিন চৌধুরী জানুয়ারি মাসে ১৬টি সাজা পরোয়ানা সহ মোট ৩০টি ওয়ারেন্ট তামিল করেছেন, মাদক উদ্ধার করেছেন, মামলার তদন্ত করেছেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। অন্যদিকে, এএসআই এমদাদুল হক অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলে দক্ষতার পরিচয় দিয়েছেন।
জানা যায়, মহেশখালী থানায় যোগদানের মাত্র সাড়ে তিন মাসের মাথায় এসআই মহসিন চৌধুরী ৩০ বারের বেশি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, যা তার কর্মদক্ষতার প্রমাণ।
0 মন্তব্যসমূহ