কলাতলী সাইমন পয়েন্টে এক পর্যটকের মৃত্যু

 

kolatoli beach coxsbazar


কক্সবাজার অফিসঃ


কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী সাইমন পয়েন্টের কাছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে গোসলে নেমে পরে স্ট্রোকের কারণে ফেরদৌস খান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।  তিনি ঢাকার দক্ষিণ কমলাপুরের বাসিন্দা মোঃ শাহাজাহান খানের ছেলে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এনতেসার নাফি বলেন, পর্যটক ফেরদৌস তার বন্ধুদের সাথে বেড়াতে এসে কক্সবাজারের কলাতলী বীচে গোসল করেন । এর পর তিনি স্বাভাবিকভাবে  কিটকট চেয়ারে রেস্ট নেওয়ার সময় সেন্সলেস হওয়ার খবর পেলে অত্রস্থানে দায়িত্বরত বীচ কর্মীরা দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে পরে কর্তৃব্যরত ডাক্তার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে স্ট্রোকে তিনি  মারা যান বলে নিশ্চিত করেন উক্ত  চিকিৎসক ।


ফিরোজের বন্ধুদের থেকে জানা যায়, তার বন্ধু গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) কক্সবাজারে ঘুরতে আসেন।গোসলে নেমে পানিতে নামেন। অনেকেই ধারণা গোসলের সময় পানি খেয়েছে।  সে  সে তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী ও সে সদ্য চাকুরী নিয়েছেন। বর্তমানে তার লাশটি কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তার পরিবার ইতিমধ্যে লাশ নিতে কক্সবাজারে এসেছেন।  তার মৃত্যুতে নিজ এলাকায় শোকের মাতম চলছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ