অভ্যুত্থানের কৃতিত্ব মহান আল্লাহর, নেতৃত্বে ছাত্রজনতা' - জামায়াত আমীর

 



কক্সবাজারে সমাবেশে জামায়াতের আমির: জনসমুদ্র সমাবেশস্থল
'অভ্যুত্থানের কৃতিত্ব মহান আল্লাহর, নেতৃত্বে ছাত্রজনতা' - আমীর
 
কক্সবাজার প্রতিনিধি:
দীর্ঘ প্রায় ১৫ বছর পর কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টা নাগাদ তিনি সমাবেশ স্থলে উপস্থিত হন। এর আগে সকাল ৯টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার আয়োজনে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।



এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন ঘিরে আজ সকাল থেকেই আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন সবাই। কর্মী সম্মেলন ঘিরে রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণে সেজেছে পুরো কক্সবাজার শহর।
অনুষ্ঠানস্থলের আশেপাশে সুসজ্জিতভাবে সাঁটানো হয়েছে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। এছাড়া জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ, রাজশাহীর শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আনজুমের ছবিও পৃথক পৃথক ব্যানারে স্থান পেয়েছে।
সমাবেশ থেকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান চলমান সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে কর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন।
তিনি বলেন,  রাজনীতির সাথে চাদাঁবাজি,  দুর্বৃত্তায়ন, দখলবাজি ও দুর্নীতির কোন সম্পর্ক নাই এবং যেখানে এসব আছে সেটি কোন রাজনীতি না।
অনেক নির্যাতিত মানুষের আক্ষেপ এখনও আগের মতোই, ফ্যাসিস্ট শাসনামলে নির্যাতিত ও চাদাঁবাজদের কারণে ভুক্তভোগী এখনও চলে একটি দলের নেতা-কর্মীদের কারণে।
তিনি বলেন, যে দেশের যুবকেরা স্বৈরাচারী ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াঁয়,  কেও তাদের সফলতা আটকে রাখতে পারে না।  সাড়ে ১৫ বছর ধরে আমাদের নের্তৃত্বে আন্দোলন করেছি কিন্তু আমরা স্বৈরাচার শাসকের পতন ঘটাতে পারেনি কিন্তু যুবকদের আত্বত্যাগ ও আন্দোলনে স্বৈরশাসকের পতন হয়েছে।
এই আন্দোলনের মাস্টারমাইন্ড আল্লাহ, তবে নের্তৃত্বে ছিলো ছাত্ররা৷ সবার মুখে মুখে অমুক ভাই ও অমুক নেতা মাস্টারমাইন্ডে কাজ করেছেন কিন্ত এটিতে আমি বিশ্বাস করি না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ