আ'লীগ নেতা এমডি হুদার ষড়যন্ত্রের প্রতিবাদে ইউনিয়ন হাসপাতালের সংবাদ সম্মেলন


কক্সবাজার অফিস:

কক্সবাজারে দুর্নীতির দায়ে ইউনিয়ন হাসপাতালের এমডির পদ থেকে অপসারিত নুরুল হুদার ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হাসপাতালের উপদেষ্টা এডভোকেট গোলাম ফারুক খান কায়সার।

তিনি জানান, অপসারিত এমডি নুরুল হুদা স্বৈরাচার আওয়ামী তাঁতী লীগের জেলা কমিটির দপ্তর সম্পাদক হওয়ার সুবাদে ক্ষমতার দাপট দেখিয়ে হাসপাতাল থেকে দুর্নীতির করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। বিভিন্ন সময় তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইশতিয়াক আহমেদ জয় ও তাঁতী লীগের জেলা সভাপতি আরিফুল মৌলাকে চেয়ারম্যান বসিয়ে এসব টাকা আত্মসাৎ করেন।

তিনি আরও জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় নুরুল হুদা আন্দোলন দমাতে হাসপাতাল থেকে আর্থিকভাবে সহযোগিতা করেন আওয়ামী লীগকে। এসব অভিযোগ ও দুর্নীতির দায়ে তাকে অপসারণ করা হয়। অপসারণের পর থেকে তিনি আড়ালে থেকে হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। এই ফ্যাসিস্ট আওয়ামী দোসরকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ