কুতুবদিয়ায় কৃষি জমি কর্তনের অভিযোগে এক ব্যক্তির ১০ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ৭ নং ওয়ার্ডের মগলাল পাড়ায়  কৃষি জমির উপরিভাগ কর্তন ও পুকুর ভরাটের অভিযোগ পাওয়া যায়।
এই অভিযোগের প্রেক্ষাপটে গত রবিবার (২ ফেব্রুয়ারী)  রাত ১০টা ৩০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হন কুতুবদিয়ার উপজেলা প্রশাসনের এসিল্যান্ড শাহাদাত হোসেন ও  কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন সহ পুলিশের একটি চৌকস টিম।

কুতুবদিয়ার এসিল্যান্ড শাহাদাত হোসেন জানান, অভিযুক্ত জয়নাল উদ্দিন (৩২), পিতা শামসুল হুদা, তার অপরাধ স্বীকার করেন। এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩-এর ৭ক ধারা ভঙ্গের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়। উক্ত আইনের ১৫(১) ধারা অনুযায়ী, তাকে ঘটনাস্থলেই ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

কৃষি জমি ও পরিবেশের ক্ষতি করে এমন অবৈধ কাজ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ