এরফান হোছাইন:
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম. হামিদুর রহমান আজাদ সমাজে বৈষম্য ও শোষণের মূলোৎপাটনে সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্যতা তুলে ধরে ঢাকায় মহেশখালী উপজেলার শিক্ষার্থীদের সাথে এক আলোচনায় অংশ নেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্তোরাঁয় আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি বলেন, "ন্যায়ভিত্তিক সমাজেই প্রতিটি মানুষ মর্যাদার সাথে বেঁচে থাকার সুযোগ পায়। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা ও সামাজিক বৈষম্যই দারিদ্র্য ও শোষণের মূল কারণ। এসব মোকাবেলায় নৈতিক নেতৃত্ব ও সুশাসন জরুরি।"
প্রখ্যাত ব্যাংকার এ.এম. শহিদুল এমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উপকূলীয় উন্নয়নের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে আজাদ মহেশখালীর সম্ভাবনার কথা উল্লেখ করেন: "পরিকল্পিত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই অবহেলিত দ্বীপকে আধুনিক উপজেলায় রূপান্তর করা সম্ভব। জনগণের আস্থা পেলে গোরাকঘাটা-কক্সবাজার সংযোগ সেতুসহ নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি, বদরখালী সেতুর আধুনিকায়নেও কাজ করব।"
**অর্থনৈতিক সংস্কার ও পরিবেশগত অগ্রাধিকার**
লবণ, পান, শুটকি ও গভীর সমুদ্রের মৎস্য সম্পদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নীতিগত উদ্যোগের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া, পাহাড়-বন উজাড় রোধ ও যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন আজাদ: "মহেশখালীর কোন সন্তান যাতে কর্মহীন না থাকে, সে ব্যাপারে আমার বিশেষ নজর থাকবে।"
**শিক্ষার্থীদের উদ্যোগ ও স্থানীয় চ্যালেঞ্জ**
উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা মহেশখালী-কুতুবদিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত সমস্যা তুলে ধরেন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (ডুসাম) সভাপতি আরিফুল ইসলাম বিজয় ও সাধারণ সম্পাদক এমরান খান টেকসই সমাধানের দাবি জানান।
শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আজাদ বলেন, "তোমরাই দেশের ভবিষ্যৎ। মানবিক মূল্যবোধ ও দক্ষতা দিয়ে সমাজ বদলের নেতৃত্ব দাও।"
**সাংস্কৃতিক অনুষঙ্গ ও সমাপনী**
আল-শাহরিয়ার নূরশেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি রাতের খাবারের মাধ্যমে শেষ হয়। আয়োজক এ.এম. শহিদুল এমরান ভবিষ্যতে এমন সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ