মেরিন ড্রাইভ রেস ২০২৫-এর লোগো উন্মোচন কাল

 


রিপাবলিক বাংলা নিউজ প্রতিনিধিঃ

কক্সবাজার জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘মেরিন ড্রাইভ রেস ২০২৫-রাইড ফর গ্লোরি’ এর লোগো উন্মোচন করা হবে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১২টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই ইভেন্টের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি স্থানীয় যুবকদের মধ্যে ক্রীড়া ও সুস্থ জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই লোগো উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও, এই রেস সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এর উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ