//নিহত নাহিদ, আইসিউতে শাহাদাত হোসেন চিকিৎসাধীন, ৩০ জনের বেশি আহত
কক্সবাজার অফিস:
কক্সবাজার পৌরসভায় বিমান বাহিনী ও স্থানীয় কুতুবদিয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়ার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি কক্সবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকার আমেনা খাতুনের ছেলে।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে, তা উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় যুবক প্রত্যক্ষদর্শী আলী হাসান মো: মুজাহি সহ একাধিক ব্যক্তিদের দাবি, কুতুবদিয়াপাড়া বাসীর পক্ষে আন্দোলনে নের্তৃত্বে দেওয়া এডভোকেট জাহেদকে বিমানবাহিনীর কিছু সদস্য কিছুদিন ধরে হয়রানী করে আসছিলো। আজকে সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে নিজের কর্মস্থল কোর্ট বিল্ডিং আসার পথে তাকে বিমানবাহিনী কিছু সদস্য ডায়াবেটিস পয়েন্টের চেক পোস্ট ধরে তাকে মারধর করে। পরে ওনাকে টেনেহিঁচড়ে বিমান ঘাটির দিকে নিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে এ সংঘর্ষ বাধেঁ বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
পরিবারের দাবি, এডভোকেট জাহেদকে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসেন।
তারা আরও বলেন, উক্ত সংঘর্ষে নাহিদ নামে একজন নিহত, মুমূর্ষু অবস্থায় আইসিউতে রয়েছে শাহাদাত হোসেন চিকিৎসাধীন এবং ৩০ জনের বেশি আহত হয়েছে। এ সংঘর্ষে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
স্থানীয়দের দাবি বিমানবাহিনীর সাথে সংঘর্ষ নিহত ও আহত হয়েছে তবে কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে সংস্থাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
0 মন্তব্যসমূহ