শাহসূফী মৌলানা সৈয়দ আবদুল খালেক শাহ্ আল্ মাইজভান্ডারী'র (রা.) বেছাল স্মারক

 নিজস্ব প্রতিবেদক:

আগামী ২২ মাঘ ১৪৩১ বাংলা ০৫ ফেব্রুয়ারী ২০২৫ ইংরেজি রোজ- বুধবার হজরত গাউছুল আজম বাবা ভান্ডারী'র (ক.) সুযোগ্য ভ্রাতু্স্পুত্র অন্যতম খলিফা মাইজভান্ডারী সিলসিলার অনন্য অধ্যাত্ম সাধক আশেকুর আকবর শাহসূফী মৌলানা সৈয়দ আবদুল খালেক শাহ্ আল্ মাইজভান্ডারী'র (রা.) ৫৬তম সালানা বেছাল মোবারক মাইজভান্ডারী শরীফ খালেক মঞ্জিলে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।
এতে সমগ্র সৃষ্টি জগতের কল্যাণ কামনায় মুনাজাত করবেন মাইজভান্ডার শরীফ খালেক মঞ্জিলের সুযোগ্য সাজ্জাদানশীন শাহসূফী মৌলানা সৈয়দ আমিনুল ইসলাম আল্ মাইজভান্ডারী (ম.জি.আ.)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ