কক্সবাজার প্রতিনিধি:
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কক্সবাজারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)।
সভায় সভাপতিত্ব করেন উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ সাঈদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন টিটু চন্দ্র সেন।
বক্তারা বলেন, তারুণ্যের ভাবনায় একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের প্রতিটি স্তরে সমতা নিশ্চিত করতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। সভায় অংশগ্রহণকারীরা তথ্যপ্রযুক্তির এই যুগে সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠতার ওপর জোর দেন।
এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজন করা হলে ন্যায়ভিত্তিক ও সাম্যবাদী সমাজ গঠনে গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে মত দেন বক্তারা।
0 মন্তব্যসমূহ