//উদ্ধার চোরাই মাল, মোটরসাইকেল ও সরঞ্জাম
ডেস্ক রিপোর্ট:
কক্সবাজার সদর মডেল থানার হোটেল-মোটেল জোনে এক রাতের অভিযানে পেশাদার চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রায় ২ লক্ষ টাকা মূল্যের চোরাই মালামাদ ও চুরির সরঞ্জামসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
হোটেল-মোটেল জোনের বিসমিল্লাহ কুলিং কর্নারের দোকান মালিক মো. জানে আলম (৪৭) এর অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তিনি জানান, ৩ ফেব্রুয়ারি রাত ২টার দিকে দোকান তালাবন্ধ করে বাড়ি যান। সকাল সাড়ে ৮টায় ফিরে দেখেন, দোকানের তালা ভেঙে ক্যাশবক্স থেকে ২৬ হাজার টাকা ও ৬০০ প্যাকেট ব্র্যান্ডেড সিগারেট চুরি করা হয়েছে।
পুলিশের সদর মডেল থানার অভিযান টিম অভিযোগ পেয়ে গোপন সূত্রের ভিত্তিতে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) শহরের লাহার পাড়া এলাকা থেকে দুই সন্দেহভাজনকে আটক করে।
গ্রেফতার ও উদ্ধারকৃত মালামাল:
গ্রেফতারকৃতরা হলেন হাজীর পাড়ার ফরিদ আলমের পুত্র আব্দুল আজিজ (২৭) ও ফলিয়া পাড়ার মোঃ আইয়ুবের পুত্র মোঃ নিজাম উদ্দিন (৩৩)।
উভয়ের বাড়ি উখিয়ার রাজাপালং ইউনিয়নে।
এসময় পুলিশ তাদের কাছ থেকে ৫১৬ প্যাকেট চুরিকৃত সিগারেট, ৮,৭৪৫ টাকা নগদ, তিনটি মোবাইল ফোন, ৩৬ ইঞ্চির তালা কাটার যন্ত্র ও একটি এপাসি ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করে।
সদর থানা পুলিশের সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আব্দুল আজিজের নামে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা ও কক্সবাজারের উখিয়া থানায় চুরি ও মাদক সংক্রান্ত পাঁচটি মামলা চলমান। নিজাম উদ্দিনের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতি, হামলা ও অবৈধ অনুপ্রবেশের দুটি মামলা রয়েছে।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা নম্বর ০৯/০৪-০২-২০২৫ দণ্ডবিধির ৪৬১/৩৮০/৪১১ ধারায় রুজু করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান বলেন, "জননিরাপত্তা ও অপরাধ দমনে আমাদের টিম সর্বদা সতর্ক। গোপন তথ্য ও জনগণের সহযোগিতায় চোরাচক্রের তদন্ত অব্যাহত রয়েছে।"
তিনি আরও জানান, চোরাই মালামাল ফেরত ও চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তৎপরতা জোরদার করা হয়েছে।
© এরফান হোছাইন, দৈনিক পূর্বকোণ
0 মন্তব্যসমূহ