বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঢাবি শিক্ষার্থী ইয়ামিনকে মহেশখালীতে সংবর্ধনা

 


এরফান হোছাইনঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শায়রিয়ার মোহাম্মদ ইয়ামিনকে মহেশখালীতে সংবর্ধনা দিয়েছে ছাত্র জনতা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মহেশখালী জেটি ঘাটে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর একটি মিছিল গোরকঘাটা বাজার ও উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাবুর দিঘির পাড়ে সমাবেশে মিলিত হয়।

মহেশখালী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুমায়ুন কবির রিফাতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইয়ামিন, চট্টগ্রাম মহানগরীর সহ সম্পাদক আমিন আল রাজি, কক্সবাজার জেলা শহরের নেত্রী ফাহমিদা হাছান হেবা, এবং নেত্রী শামিমা আকতার জিনিয়া।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা, বৈষম্য বিরোধী আন্দোলনের জলবায়ু পরিবর্তন ও সুরক্ষা কমিটির সম্পাদক ও স্বাস্হ্য মন্ত্রনালয়ের স্বাস্হ্য বিষয়ক উপ কমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন তার বক্তব্যে বলেন, মহেশখালী দ্বীপে জলবায়ু ও পরিবেশ বিধ্বংসী আর কোনো প্রকল্প করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, দ্বীপের মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে হাসপাতালের ডাক্তারদের সংখ্যা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। মহেশখালীর ছাত্র-জনতা ও মহেশখালীর স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছাত্র-জনতার মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। ইয়ামিনের নেতৃত্বে মহেশখালীর ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে তাদের দাবি আদায়ে সোচ্চার হওয়ার সংকল্প ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ