লাবণী বীচে নিখোঁজ তিন শিশু উদ্ধার

 


এরফান হোছাইন:

কক্সবাজারের লাবণী বীচে হারিয়ে যাওয়া তিন শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ট্যুরিস্ট পুলিশ। 

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) পৃথক সময়ে শিশুগুলো হারিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার মুশিউর তাপসের জমজ দুই পুত্র, রাফতুল রব তাহসিন (৮) ও রাহাতুল রব তামিম (৮), বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে পরিবারের সাথে ঘুরতে এসে হারিয়ে যায়।

একইভাবে, চট্টগ্রামের পতেঙ্গা থানার নাজির পাড়ার বাসিন্দা মো. আলমগীর হোসেন ও নারগিস বেগমের ছেলে এনায়েত হোসেন (৫) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পরিবারের সাথে লাবণী বীচে ঘুরতে এসে নিখোঁজ হয়।

উভয় পরিবারের সদস্যরা জানান, তারা অনেকক্ষণ ধরে শিশুদের খোঁজাখুঁজি করছিলেন। কিন্তু কোথাও তাদের সন্ধান পাচ্ছিলেন না। পরে তারা ট্যুরিস্ট পুলিশের সাহায্য চান।

ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা লিমা ও তার দল লাবণী বীচ পয়েন্ট এলাকায় অভিযান চালায় এবং শিশুদের উদ্ধার করে। এরপর তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া শিশুদের ফিরে পেয়ে তাদের বাবা-মায়েরা ট্যুরিস্ট পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি দৈনিক পূর্বকোণকে  জানান, লাবণী বীচে প্রায়ই শিশুরা হারিয়ে যায়। তাই অভিভাবকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ