কক্সবাজার বারের নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী



আওয়ামী প্যানেলের অনুপস্থিতিতে কক্সবাজার বারের নির্বাচনে বিজয়ী হলেন যারা

//বিএনপির সমর্থিত প্যানেলের সর্বোচ্চ পদে বিজয়
//সভাপতি - সৈয়দ আলম  ও  সাধারণ সম্পাদক - তাওহীদুল আনোয়ার
//বিএনপির ৯ জন,  জামায়াতের ৬ জন ও সতন্ত্র পদে আ'লীগের ২ জন

এরফান হোছাইন, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শনিবার (২২ ডিসেম্বর) তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে বিএনপি ও জামায়াত-ই-ইসলামী, যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ (আল) কোনো ঐক্যবদ্ধ প্যানেল দাখিল করেনি। জেলার সর্ববৃহৎ এই পেশাদার সংগঠনের ১৭টি কার্যনির্বাহী কমিটির পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার সদস্য সংখ্যা ১,২৫২। এর মধ্যে ৯১৮ জন আইনজীবী কক্সবাজার ও চকরিয়ার দুটি ভোটকেন্দ্রে ভোট দেন। 

ভোটের বিস্তারিত ফলাফল ও প্রধান বিজয়ী যারা** 
নির্বাচিত সভাপতি সৈয়দ আলম ৪৯৭ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৫৩ ভোটে পিছিয়ে ছিলেন। সাধারণ সম্পাদক তাওহীদুল আনোয়ার ৩৭২ ভোটে তার পদ ধরে রাখেন, যেখানে স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক খান কাইসার পেয়েছেন ২৭৩ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকি (৪১০ ভোট) পেয়ে মোহাম্মদ আবু তাহেরকে (৩৮৬ ভোট) হারান। অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এবিএম মহিউদ্দিন (৩৫৬ ভোট) ও সাকু আলম (৪৪৬ ভোট) যথাক্রমে হিসাব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে জয়ী হন। 
আপ্যায়ন সম্পাদক পদে ৪৪২ ভোট পান মোঃ আব্দু রহিম  ৪৪২ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী মো: ইসহাক ৩৩১ ভোট।   
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩২১ ভোট পান মোঃ সাজিদ আবেদিন ও তার প্রতিদ্বন্দ্বী মো: সৈয়দ হোসন ২৮৩ ভোট। 

**কক্সবাজার বার নির্বাচনে সিনিয়র ও জুনিয়র নির্বাহী সদস্যদের তালিকা চূড়ান্ত** 
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সিনিয়র নির্বাহী সদস্য পদে চার প্রার্থীর জয়লাভ চূড়ান্ত হয়েছে। প্রথম স্থানে ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী। দ্বিতীয় স্থানে ৪৬০ ভোট পেয়ে জয়ী হন মোহাম্মদ আমির হোছাইন। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছেন যথাক্রমে সব্বির আহমদ (৪৩৫ ভোট) এবং এস.এম. নুরুল ইসলাম (৩৭৩ ভোট)। এছাড়া, জুনিয়র নির্বাহী সদস্য পদে শীর্ষে রয়েছেন আকতারুর রহমান (ছোটন), যিনি ৬০১ ভোটে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় স্থানে মোহাম্মদ এজাজুল হক খোকন (৫৪৪ ভোট), তৃতীয় স্থানে সাইফুল ইসলাম (৪৮৪ ভোট) এবং চতুর্থ স্থানে মুহাম্মদ আতাউল্লাহ (৩৭১ ভোট) নির্বাচিত হয়েছেন। 

**ভোটার অংশগ্রহণ ও নির্বাচনী প্রক্রিয়া** 
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার বার ভবন ও চকরিয়া আইনজীবী সমিতিতে সমান্তরালভাবে ভোটগ্রহণ হয়। মূল কেন্দ্রে ৮৩৮ জন এবং চকরিয়ায় ৮০ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুহাম্মদ বাকের জানান, ২০টি বুথে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে প্রায় ৩০% ভোটার সমস্ত পদে ভোট দেননি, অনেকেই ১৭টির বদলে ৩-৪টি পদে ভোট প্রদান করেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ