শিক্ষা জীবনে অল-থ্রো উজ্জ্বল মেধার স্বাক্ষর মহেশখালীর সন্তান ফাহিম




শিক্ষা জীবনে অল-থ্রো উজ্জ্বল মেধার স্বাক্ষর মহেশখালীর সন্তান ফাহিম

কক্সবাজার ব্যুরো:
মেধা কোটায় ঢাকার নটরডেম কলেজ থেকে ঢাকায় সরকারী মেডিকেল কলেজে ভর্তির বিরল সুযোগ লাভের গৌরব অর্জন করেছে।
কক্সবাজার জেলার মহেশখালীর ডাক্তার দম্পতির কৃতি সন্তান মাস্টার ফাহিম শামস্ খান (শ্রেষ্ঠ) এইচএসসি বিজ্ঞান বিভাগে (ইংরেজী ভার্সন) নটরডেম কলেজ, ঢাকা থেকে ২০২৪ ইং সালে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার বিরল গৌরব ও সৌভাগ্য অর্জন করেছে।

একই সাথে সে এ বছর ২০২৫ ইং সালে ঢাকার শেরেবাংলা নগরস্থ শহীদ সোহ্রাহওয়ার্দ্দী মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির বিরল সুযোগ লাভের যোাগ্যতা অর্জন করে।
সে ২০২২ ইং সালে ঢাকার ধানমন্ডিস্থ স্কলারর্স স্কুল এন্ড কলেজ থেকে বৃত্তিসহ গোল্ডেন জিপিএ ও বেশ ভাল স্কোর নিয়ে এসএসসি পাশ করেছিল। বিগত ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় সে ছেলে-মেয়েদের সম্মিলিত মেধা তালিকায় বৃত্তিসহ ইংলিশ ভার্সনে গোল্ডেন জিপিএ নিয়ে ধানমন্ডি থানা ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেছিল। সে বিগত ২০১৬ ইং সালে একই স্কুল থেকে ইংলিশ ভার্সনে পিএসসিতে গোল্ডেন জিপিএসহ মেধা বৃত্তি পায়।
সে মহেশখালী তথা কক্সবাজারের প্রথম ও প্রখ্যাত নিউরোসার্জন ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খান, এমবিবিএস (সিএমসি), বিসিএস (স্বাস্থ্য), এফসিসিপিএস (নিউরোসার্জারী); এফএসিএস ও এফআইসিএস (আমেরিকা); সহযোগী ও ইউনিট প্রধান, নিউরোসার্জারী বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং বাংলাদেশে বিখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডা. তাসলিমা বেগম রিংকু, এমবিবিএস (ঢাকা); এফসিপিএস (রেডিওথেরাপি); কনসালটেন্ট, ক্লিনিক্যাল এন্ড রেডিয়েশন অনকোলজি, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল, কল্যাণপুর, ঢাকা- এর প্রথম সন্তান।
সে ভবিষ্যতে সুদক্ষ মানবিক ডাক্তার হতে চায় এবং দেশে ও উন্নত বিশ্ব তথা আমেরিকার হার্ভাড মেডিকেল বিশ^বিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী, কোর্স ও প্রশিক্ষণ নিয়ে বাবার মত দেশ বরেণ্য নিউরোসার্জন হয়ে দেশমাতৃকার সেবায় নিজের জীবন উৎসর্গ করতে চায়।
সেতার পরিবার সকলের দোয়াপ্রার্থী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ