ইজিবাইকের লাইসেন্স বঞ্চিত চালকদের সড়ক অবরোধ
//জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলন স্থগিত
এরফান হোছাইন,কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ইজিবাইকের লাইসেন্স বঞ্চিত নিবন্ধনকৃত চালকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে। প্রশাসনের প্রতিশ্রুতির ৬ মাস পরও সকল কাগজপত্রে জমা দিয়েও তারা লাইসেন্স পায়নি।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত তিন শতাধিক টমটম চালক ও মালিকেরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করে।
কক্সবাজার পৌরসভার বিমাতাসূলভ আচরণ এবং লাইসেন্স শাখার কতিপয় কর্মকর্তাকে চাহিদামত অর্থ না দেয়ায় এতদিন প্রকৃত চালক ও গাড়ির মালিকদের বাদ দিয়ে যারা দিয়েছে তারাই লাইসেন্স পেয়েছে বলে দাবি বঞ্চিত চালকদের। কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং পৌরসভার গেইটে মাটিতে শুয়ে দীর্ঘ ৪ ঘন্টা সড়ক অবরোধ করে অসহায় লাইসেন্সবঞ্চিত সহস্রাধিক ইজিবাইক চালক।
টমটম মালিক - চালক ঐক্য পরিষদের আহবায়ক মোহাম্মদ জরিপ আলী জানান - আমরা পোরসভার প্রশাসক রুবাইয়া আফরোজের আশ্বাসে ১২০০ চালকদের বাছাই করে ডাটাবেজ জমা করেছি ৫ মাস আগে। তিনি আমাদের আশ্বাস দিয়ে কেন লাইসেন্স আজ অবধি ইস্যুর বর্যবস্থা নেননি। অথচ বহিরাগত রোহিঙ্গারা লাইসেন্স পেয়ে গাড়ি চালাচ্ছে। জেলা আইনশৃঙ্খলা মিটিং পুরাতন লক্কর ঝক্কর ইজিবাইকের লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্ত হলেও তারাই আগেভাগে লাইসেন্স পেয়ে যাচ্ছে।
কক্সবাজার পৌরসভার লাইসেন্স শাখা সূত্র জানিয়েছে, কক্সবাজার পৌরসভার আগে ৩ হাজার লাইসেন্স ইস্যু করা হয় যা নবায়ন হয়েছে ২৭০১ টি। অথচ সেখানে অযোগ্য লক্কর ঝক্কর টমটম রয়েছে ৬ শতাধিক যা টাকার বিনিময়ে পৌরসভার অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে নবায়ন করে মাঠে চলছে। এছাড়া ৫০০ এর বেশি টমটম খুব সম্প্রতি অবৈধভাবে যাচাই-বাছাই না করে ও প্রশাসনকে না জানিয়ে লাইসেন্স দিয়েছে অভিযোগ শ্রমিক নেতা জরিফ আলী সহ অনেকেই।
পৌরসভার কর্মকর্তা, এনডিসি, এডিসি সাধারণ নিজাম মুহাম্মদ ও ডিসি সালাহ উদ্দিনের সাথে দফায় দফায় কয়েকটি বৈঠক হয় আন্দোলনের দাবি দাওয়া নিয়ে। সেসময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা আলমগীর, জিনিয়া সহ টমটম চালক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। পরে সিদ্ধান্তঃ ক্রমে উক্ত আন্দোলনের যৌক্তিক দাবিগুলো পর্যালোচনা করে দ্রুত যাচাই-বাছাই সাপেক্ষে প্রকৃত চালকদের ও মালিকদের লাইসেন্স প্রদানসহ অনিয়ম করে লাইসেন্স নেওয়া তালিকা তৈরি তা বাতিলের বিষয়ে প্রস্তাব জানানো হয়।
পরে জেলা প্রশাসকের আশ্বাসে হাজারো টমটম চালক ৪ ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নিয়েছে।
0 মন্তব্যসমূহ