হোটেল রামাদার কথিত মালিক জসিম উদ্দিনকে কক্সবাজারে অবাঞ্চিত ঘোষণা

হোটেল রামাদার কথিত  মালিক জসিম উদ্দিনকে কক্সবাজারে অবাঞ্চিত ঘোষণাঃ গ্রেফতারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান 



বার্তা পরিবেশকঃ

সাবেক আইজিপি বেনজীর আহমদের কালো টাকার ক্যাশিয়ার, ব্যাংকের টাকা লুটপাটকারী ঋণখেলাপী, নারী পাচার, দখলবাজ ও জুলাই আগষ্টের ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা হোটেল রামাদার কথিত মালিক জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি প্রদান করেছেন কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। 


গতকাল দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে ছাত্র প্রতিনিধিগণ এই স্বারকলিপি পেশ করেন।



এসময় তাঁরা কক্সবাজারের পর্যটন ব্যবসার খাতকে সুরক্ষিত রাখার স্বার্থে কথিত ব্যবসায়ী, স্বৈরাচার আওয়ামীলীগের চিহ্নিত দোসর প্রতারক জসিম উদ্দিনের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য  জেলা  প্রশাসকের প্রতি দাবী জানান। 



স্বারকলিপি পেশ পরবর্তী গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে ছাত্র প্রতিনিধিগণ জানান, কথিত ব্যবসায়ী জসিম উদ্দিন একজন স্বীকৃত প্রতারক ও মহাবাটপার। নারী পাচার, মানব পাচার, বিভিন্ন ব্যাংকের ঋণখেলাপী। সে সাবেক বিতর্কিত আইজিপি বেনজির আহমেদের কালো টাকার ক্যাশিয়ার। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি শহিদুল হক সহ আওয়ামিলীগের বড় বড় দূর্নীতিবাজ নেতাদের কালো টাকা বিদেশে পাচারের অন্যতম হোতা এই জসিম উদ্দিন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জসিম সরাসরি অর্থ যোগানদাতা। স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর হওয়ার সুযোগে সে কক্সবাজারের বিভিন্ন হোটেল, জায়গা জবর দখল করে কক্সবাজারের পর্যটন ব্যবসার খাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। যা পর্যটন নগরী কক্সবাজার ব্যবসা খাতের অন্যান্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মাঝে নেতিবাচক বার্তা বয়ে আনছে।  বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন খাতকে সুরক্ষিত করার লক্ষ্যে অবিলম্বে কুখ্যাত জসিমকে আইনের আওতায় আনার দাবীতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে। সেই সাথে স্বৈরাচারের দোসর, বহু অপকর্মের হোতা জসিম উদ্দিনকে কক্সবাজারে অবাঞ্চিত ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। 


স্বারকলিপি প্রদানকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন একরামুল হক, শাহেদুল ওয়াহেদ শাহেদ, আলমগীর চৌধুরী, রিয়াদ মনি, শাহাব উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল নোমান, শামীম ফরহাদ, ফরহাদ বিন নূর, আবু বক্কর ছিদ্দিক ফরহাদ, ফারিয়া রশিদ স্নেহা, ওসমান গনি, জান্নাতুল তারিন রাঈসা, তাসমিন শাহা আঁখি, সোহেল আমিন, শাহেদ বাবু, সাইফুল ইসলাম, মোহাম্মদ, আল মুবিন, আরিয়ান খান ফারাবী, সাইমন আকতার, সাজ্জাদুল  ইসলাম তামিম, হোসাইন মাহমুদ সাজ্জাদ, তানজিদুল ইসলাম, সাইফুল ইসলাম মামুন, সাইফুল ইসলাম সায়েম, সাঈদুল সামির, মশিউর, মেহেদী হাসান, মিজানুর রহমান প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ