মহেশখালীর শ্রমিকদল নেতা মোস্তাফার নামে পেকুয়া থানায় মিথ্যা মামলা: দলের নের্তৃবৃন্দের বিবৃতি



মহেশখালীর শ্রমিকদল নেতা মোস্তাফার নামে পেকুয়া থানায় মিথ্যা মামলা: দলের নের্তৃবৃন্দের বিবৃতি

মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোস্তফা কামাল আজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে উপজেলা শ্রমিক দল। তারা এই মামলার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন

শ্রমিক দলের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে পেকুয়ার হরিদিয়া মৌজার লবণের মাঠ দখলের একটি ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের মারামারি নিয়ে পেকুয়া থানায় দায়েরকৃত দুটি মামলায় মোস্তফা কামালকে ফাঁসানো হয়েছে। এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। ঘটনাস্থলে উপস্থিত না থেকেও মামলার বাদী কর্তৃক মোস্তাফাকে জড়ানো এটি পুলিশকেও বিব্রত করছে।

মহেশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম এক যৌথ বিবৃতিতে  বলেছেন, "মোস্তফা কামাল সম্পূর্ণ নিরপরাধ। এই মামলায় তার জড়িত থাকার প্রশ্নই আসে না যার কোনো প্রমাণও নেই। বাদীকে মিথ্যে তথ্য দিয়ে একটি কুচক্রী মহল মোস্তাফা কামাল ও তার ৭৬ বছর বয়সী বৃদ্ধার নাম মামলার এজেহারে দিয়েছে।  আমরা দাবি করছি, প্রশাসন দ্রুত এই মামলার তদন্ত করে মোস্তফা কামাল সহ তার পরিবারকে হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দিক।"

তারা আরও বলেছেন, "যদি প্রশাসন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে শ্রমিক দল আইনি পথে এই অবিচারের বিরুদ্ধে লড়াই করবে এবং মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।"

কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম দাবি করেছে যে, এই মামলাটি মোস্তফা কামালকে হেনস্তা করার জন্য করা হয়েছে। মোস্তফা কামাল একজন নিরপরাধ মানুষ এবং দুইটি মামলায় নিরপরাধ ব্যক্তিদের রাখায় এর তীব্র নিন্দা জানাই।

শ্রমিক দলের নেতারা অভিযোগ করেছেন যে, উপজেলাসহ জেলায় বিএনপি পরিবারের ত্যাগী ও নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এটি গণতন্ত্রের জন্য হুমকি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ