কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সরকারি কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এক ছাত্রীর বেগম খালেদা জিয়াকে নিয়ে মিমিক্রি করার ঘটনা বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, মিমিক্রিটি ব্যঙ্গাত্মক ছিল এবং বেগম জিয়ার প্রতি অসম্মানের পরিচায়ক। এ ঘটনায় কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবি উঠেছে।
কলেজের ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে এক ছাত্রী বেগম জিয়ার অবয়বে সাজিয়ে মিমিক্রি করে। তবে তার মিমিক্রিটি ব্যঙ্গাত্মক বলে অনেকেই মনে করেছেন। বিষয়টি নিয়ে কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আতাহার সাকিব জানান, এই ঘটনার প্রতিবাদে ছাত্ররা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। পরবর্তীতে কলেজ অধ্যক্ষ ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন।
কলেজ ছাত্রদলের সদস্য মিনহাজ উদ্দিন বলেন, এই মিমিক্রি বেগম জিয়ার প্রতি অসম্মান। তিনি কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছেন। বিষয়টি নিয়ে সন্ধ্যায় জেলা ছাত্রদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।
তিনি আরও বলেন,” সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও দেশনেত্রীকে নিয়ে অভিনয়টি ব্যঙ্গার্থক ছিলো। বিষয়টি আপত্তিকর হওয়ায় আমি ওই ছাত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলি। কিন্তু কলেজ অধ্যক্ষের কক্ষে নিয়ে গিয়ে ক্ষমা চাওয়ানো হয়।”
কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান এক বিবৃতিতে জানিয়েছেন, ওই ছাত্রীকে প্রতিযোগিতা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
এদিকে, কক্সবাজারের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ফেসবুকে একটি পোস্টে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন এবং তার পদত্যাগ দাবি করেছেন।
0 মন্তব্যসমূহ