মহেশখালীতে বিএনপির ছত্রছায়ায় আবারও ডাকাত ফজল কাদের বাহিনীর ত্রাস, জনমনে আতংক

 

মহেশখালীতে সন্ত্রাসী ফজল কাদেরের অস্ত্রের মহড়া জনমনে আতংক

ইনসেটে দুর্ধর্ষ সন্ত্রাসী ফজল কাদের

মহেশখালী প্রতিনিধিঃ মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নে হত্যাসহ প্রায় দেড়ডজন মামলার আসামির বিরুদ্ধে এই অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে,এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় সাধারণ জনগণ, ধলঘাটার আমান উল্লাহ এমইউপি. বলেন, হত্যাসহ দেড়ডজন মামলার সাজাপ্রাপ্ত আসামি ফজল কাদের সম্প্রতি এলাকায় ফিরে তার সবেক পেশা জলদস্যুতায় ফিরে যেতে শক্তি সঞ্চয় করছেন বেশ কয়েকদিন ধরে মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার জলদস্যুদের সংগঠিত ও প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার মত কাজে লিপ্ত হচ্ছে সাবেক এই তালিকাভুক্ত জলদস্যুর ৬টি মামলা বর্তমানে ট্রায়ালে রয়েছে। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আনোলনে অস্ত্রসহ হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধ। ফজল কাদের  প্রকাশ ডাকাত ফজইল্ল্যা  মহেশখালী ধলঘাটা শ্রমীকলীগের সভাপতি। আওয়ামীলীগের প্রভাব কাঠাতে প্রায়ঃশ সে ও তার প্রতিদন্ধী বাচ্ছুর সাথে দীর্ঘদিনের দ্বন্দ রয়েছে। জানা যায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তার নামে অনেক মামলাও রয়েছে 

সন্ত্রাসী ফজল কাদেরের ব্যাপারে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক মানিক বিরূপ মন্তব্য করে বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় দলীয় সুযোগ সুবিধা নেওয়ার জন্য একটি হাইব্রিড শ্রেণি সৃস্টি হয়েছে, তারা বি এন পি জামায়াত ঘরণার এসব সন্ত্রাসীদের আশ্রয় পশ্রয় দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বদ্ধ পরিকর।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবুল বলেন, সাবেক ইউনিয়ন জামাতের আমির মাওলানা জকরিয়ার ভাই সন্ত্রাসী ফজল কাদের এলাকায় ফিরে কিছু কুচক্রীমহলের যোগসাজশে জলদস্যুদের সংগঠিত করে অস্ত্র মহড়া দিচ্ছে তাকে এইরকম গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী ও র্যাবের যৌথ অভিযানপূর্বক তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানায়।


গত ৪ জানুয়ারি,২০২৫ তারিখে মহেশখালীর ধলঘাটায় ইউনিয়ন বিএনপির ১,২ ও ৩ নং ওয়ার্ড কমিটির সম্মেলন ও কাউন্সিলে উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কার ছিদ্দিক চেয়ারম্যানসহ উপজেলার নেতৃবৃন্দদের সাথে মঞ্চের চেয়ারে বসেন ধলঘাটা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফজল কাদের। অভিযোগ আছে সে ৫ আগষ্টের পরে বিএনপিতে যোগ দেওয়ার  চেষ্টা করছে। আওয়ামীলীগের এই সন্ত্রাসী ফজল কাদেরকে বিএনপির অনুষ্ঠানের মঞ্চে দেখলে এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলোচনা-সমালোচনা হয়। 


সন্ত্রাসী ফজল কাদেরের নামে ট্রায়ালকৃত মামলাগুলো হলো।

√এসপিটি ২৭/১৩ইং স্পেশাল ট্রাই.-৩

√এসপিটি ১১৪/০৮ইং স্পেশাল ট্রাই.-২

√এসটি ৯৭/০১ ইং অতিরিক্ত দায়রাজজ

√এসটি ১৬১/০৪ইং যুগ্মজেলা জজ ১ম।

√ এসপিটি ১৯৭/১২ইং স্পেশাল ট্রাইব্যাল ১ম সহ প্রায় দেড়ডজন মামলারয়েছে বলে জানা যায়।


তথ্য সোর্সঃ https://bsl.news.blog/ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ