কক্সবাজার পৌরসভায় দুর্নীতির অভিযোগ
// দুদকের অভিযান
//শহরে নিম্নমানের সড়ক বাতি: সন্ধ্যা হলে জ্বলেনা
কক্সবাজার অফিস:
কক্সবাজার পৌরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে শহরের সড়কবাতি প্রকল্পে নিম্নমানের সরঞ্জাম ব্যবহার ও টাকা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৌরসভায় অভিযান চালিয়েছে।
দুদক কক্সবাজার কার্যালয়ের একটি টিম বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে এ অভিযান চালানো হয়।
দুদক সূত্রে জানা যায়, কক্সবাজার শহরে সন্ধ্যায় অনেক সড়কবাতিই জ্বলে না। এছাড়াও, সিসিটিভি ক্যামেরার কাজেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল পৌরসভায় এসে বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করেছে।
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া জানিয়েছেন, সড়কবাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়ার বিস্তারিত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের দায়িত্ব খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, সম্পূর্ণ রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা জানিয়েছেন, দুদক তাদের কাছে শহরের প্রধান সড়কগুলোতে সন্ধ্যার পর বাতি না জ্বলার কারণ জানতে চেয়েছে। তিনি বলেন, শহরের প্রধান সড়কগুলো কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং সড়ক বিভাগের তত্ত্বাবধানে। তবে পৌরসভা যে প্রকল্পগুলি বাস্তবায়ন করেছে, সেগুলো নিয়ে তদন্ত করা হচ্ছে।
দুদকের এই অভিযানের পর থেকে পৌরসভার কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রাও এই ঘটনায় উদ্বিগ্ন। তারা আশা করছেন, দুদকের তদন্তের পর সত্যি ঘটনা সামনে আসবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ