মহেশখালীতে আনসার সদস্যের জমি দখলের চেষ্টা: বিভাগীয় ব্যবস্থা নিতে অভিযোগ দায়ের



 //জেলা কমান্ড্যান্টের কাছে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীর চালিয়াতলীতে এক আনসার সদস্যের বিরুদ্ধে সেলিম,তারেক ও বোরহান গং এর মালিকানাধীন জমি (লবণ মাঠ) দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, আনসার সদস্য রাসেল খান মেনন ১০-১২ জন লোক নিয়ে তাদের জমি দখলের চেষ্টা করেছেন।

বুধবার ( ২২ জানুয়ারী)  দুপুর ২ টায় কালারমার ছড়ার চালিয়াতলীতে এঘটনা ঘটে। 

আনসার মহেশখালী


ভুক্তভোগী চাষিরা অভিযোগ করেছেন যে, আনসারের পোশাক পরা রাশেদ খান নামে এক ব্যক্তি ১০-১২ জন লোক নিয়ে তাদের ইজারা নেওয়া লবণ মাঠে এসে জোরপূর্বক দখলের চেষ্টা করেছে। তারা লবণ মাঠের পলিথিন ছিঁড়ে ফেলেছে, আইল খুঁড়ে দিয়েছে এবং চারদিকে লাল পতাকা গেঁড়েছে।
এই ঘটনায় চাষিরা হাজার হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভুক্তভোগী মোঃ সেলিম জেলা কমান্ড্যান্টের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে, রাসেল খান মেনন একজন চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবী হলেও বিভিন্ন অনিয়মে জড়িত।
সে মহেশখালী উপজেলায় আনসার ও ভিডিপি হিসেবে কর্মরত।  তিনি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর মহেশখালী কন্টিনজেন্টে গেইটে সিকিউরিটির দায়িত্বে কর্মরত থাকলেও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলায় আসামির পক্ষে ঘুষ লেনদেনের মাধ্যমে তদবির করছেন বলে অভিযোগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি চাকরির শৃঙ্খলা বিরোধী এবং আইন বিরোধী।

এদিকে অভিযোগের বিষয়ে আনসার সদস্য রাশেদ খান মেননের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এই ঘটনায় কক্সবাজার জেলা কমান্ড্যান্ট লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ