মহেশখালীতে লবণ মাঠ দখলের অভিযোগ: মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

 


 চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের মহেশখালীতে পেকুয়া মৌজার লম্বাঘোনার লবণ মাঠ দখলের চেষ্টায় স্থানীয় প্রভাবশালীরা নিরীহ লবণ চাষিদের উপর নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে।  এছাড়া লবণ মাঠে গুলিবর্ষণ, অস্ত্রের মুখে সুইসগেইট দিয়ে পানি ঢুকিয়ে ও তান্ডব চালিয়ে ৩০ লক্ষাধিক টাকার লবণ মাঠ ডুবিয়ে দেওয়া সহ প্রজেক্টের বাসায় লুটপাট ও ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বোরহান উদ্দিন দাবি করছেন যে, উজান্টিয়ার ওয়াজউদ্দিন মেম্বার, বদর খালীর ভুট্টো মেম্বার, সাব্বিরসহ। 

এ ঘটনার প্রতিবাদে গত সোমবার (২০ জুন) বিকেল ৩ টায় কালারমারছড়া উত্তর নলবিলায় সংবাদ সম্মেলন ও  মানববন্ধনে ভুক্তভোগী বোরহান উদ্দিন, ছোটন সহ অনেকেই এসব কথা বলেন। 


ভুক্তভোগী যুবদল নেতা বোরহান উদ্দিন অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে লম্বাঘোনা এলাকায় একটি লবণ চাষের প্রকল্প পরিচালনা করে আসছেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা তার ব্যবসায় প্রতিষ্ঠান দখলের জন্য বিএনপির নাম ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে। তিনি আরো অভিযোগ করেন, এই প্রভাবশালীরা পুলিশকে ব্যবহার করে তার ব্যবসায়ে বাধা দিচ্ছে এবং তার পরিবারের উপর নির্যাতন চালাচ্ছে।

ভুক্তভোগীরা দাবি করেন, এই প্রভাবশালীরা পেকুয়া থানার পুলিশকে কাজে লাগিয়ে তাদের লবণের মাঠে অনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।


এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় শতাধিক লবণ চাষিরা সোমবার মহেশখালীর কালারমাছড়া ৩ নং ওয়ার্ডে একটি মানববন্ধন করেছেন। তারা এই নির্যাতনের বিরুদ্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ