স্টাফ রিপোর্টার:
কক্সবাজারে র্যাব-১৫ এর একটি অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) পৌরসভার পশ্চিম বাহারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১১ বোতল বিদেশী মদসহ আবিদুল ইসলাম মিশাল গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তি কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড এর বাসিন্দা আবু ছবুরের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, চলমান পর্যটন মৌসুমে কক্সবাজারে মাদকের চাহিদা বেড়ে যাওয়ায় মাদক কারবারীরা সক্রিয় হয়ে উঠেছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ গোয়েন্দা দল গত শুক্রবার রাতে কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়া এলাকায় অভিযান চালায়। এই অভিযানে আবিদুল ইসলাম মিশালের কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবিদুল ইসলাম মিশাল জানিয়েছে, সে এই মদগুলো বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে চড়া দামে পর্যটকদের কাছে বিক্রি করত।
র্যাব -১৫ এর কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম নেওয়ার জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
0 মন্তব্যসমূহ